26 C
Dhaka
Sunday, October 19, 2025

ঢেউয়ের কবলে বড় ভাই, বাঁচাতে গিয়ে প্রাণ দিলো ছোট ভাই

কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় সমুদ্রের ঢেউ থেকে বড় ভাইকে বাঁচাতে গিয়ে সিফাত আলম নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। শিশু সিফাত আলম কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমের ছেলে।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল জানান, দুপুরে নাজিরারটেক এলাকায় দুই ভাই বাটা জাল নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বড় ভাই সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে ভেসে যায়।

এ সময় বড় ভাইকে বাঁচাতে গিয়ে সাগরে তলিয়ে যায় সিফাত। পরে স্থানীয় জেলেরা দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে ছোট ভাই সিফাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুনঃ  এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে, উঠে এল জরিপে

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, সমুদ্রে ডুবে এক শিশুর মৃত্যু হয়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ