30.4 C
Dhaka
Tuesday, August 26, 2025

কোটা আন্দোলনকারীদের বৃহস্পতিবারের কর্মসূচিতে বিএনপির সমর্থন

কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। বুধবার (১৭ জুলাই) রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র-যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নোংরা ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ক্ষমতাসীনরা নাটক করে অনাচার ও দুঃশাসন আড়াল করতে পারবে না। এ সময় শিক্ষার্থীদের কর্মসূচিতে দেশের আপামর জনগণকে অংশগ্রহণের আহ্বানও জানান তিনি।

এর আগে, চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবি প্রশাসনের নির্দেশে পুলিশের নির্বিচারে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুনঃ  ‘আরও ৫ হাজার মানুষ যদি মারা লাগে সরকার চিন্তা করবে না’

আরও পড়ুনঃ বৃহস্পতিবার বন্ধ থাকবে ঢাকার মার্কিন দূতাবাস

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। চলমান বৈষম্যবিরোধী আন্দোলন বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১৭ জুলাই) রাতে মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরজুড়ে সহিংসতা বৃদ্ধি পাওয়ায়, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হচ্ছে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে যাওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ