26 C
Dhaka
Sunday, October 19, 2025

আপনার সিম ‘জেন-জি’ অন্তর্ভুক্ত কি না—জানবেন যেভাবে

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক সম্প্রতি ‘জেন-জি’ নামে একটি নতুন প্যাকেজ চালু করেছে। নতুন এই প্যাকেজ সিম কার্ডটি কেবল ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী এবং এনআইডি রয়েছে এমন ব্যক্তিরা কিনতে পারবেন।

এছাড়াও যাদের আগে থেকেই টেলিটক সিম রয়েছে তারাও এই অফারটি উপভোগ করতে পারবেন সহজেই।

যেভাবে দেখবেন সিমটি ‘জেন-জি’ অন্তর্ভুক্ত কি না

আপনার ব্যবহৃত টেলিটক সিমটি ‘জেন-জি’ অফারের অন্তর্ভুক্ত কিনা জানতে ডায়াল করুন। *111* এই নম্বরে। তারপর সেখান থেকে অপশন নম্বর ‘৯’ সিলেক্ট করুন। 9. Gen-Z অপশনটি সিলেক্ট করে সহজেই জেন-জি অপারটি এখনই উপভোগ করতে পারবেন।

আরও পড়ুনঃ  আগামী ২ মাসের মধ্যে নতুন একাধিক রাজনৈতিক দল হবে: সারজিস আলম

আর যদি আপনার সিমটি ‘জেন-জি’ অফারভুক্ত না হয়ে থাকে তাহলে অপশনটি সিলেক্ট করলে আপনার নম্বরটি দেখিয়ে লেখা আসবে ‘এই নম্বরটি জেন-জি অফারের অন্তর্ভুক্ত নয়’।

টেলিটক তার ‘জেন-জি’ গ্রাহকদের জন্য বেশ কিছু উপহার রেখেছে প্যাকেজটিতে। বায়োমেট্রিক ভেরিফিকেশনের পর সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে ১৫ দিন মেয়াদে প্রি-লোডেড ব্যালেন্স ৫ টাকা, ৭ দিন মেয়াদে ফ্রি ১ জিবি ডাটা এবং ৭ দিন মেয়াদে ফ্রি ১০০ এসএমএস পাবেন গ্রাহক। একইসঙ্গে অলজবস প্রিমিয়াম মেম্বারশিপ ১২ মাসের জন্য ফ্রি পাবেন ‘জেন-জি’ সিমের গ্রাহকরা। তবে এই সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের দিকে ছোড়া গুলি লাগল ঘরে থাকা বাবা-ছেলের গায়ে

এছাড়া আরও রয়েছে ১ সেকেন্ড পালস, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকরিপ্রার্থীদের জন্য ১২ মাসের অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিসের ফ্রি সুবিধা।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ