26 C
Dhaka
Sunday, October 19, 2025

গাজায় মসজিদে ইসরালের বিমান হামলা, নিহত ২১

ফিলিস্তিনের গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরা

আল-জাজিরা অ্যারাবিক জানিয়েছে, গাজার দেইর-এল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালায় ইসরায়েল। সেখানে বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়ে ছিলেন।

হামলার বিষয়ে এক্স পোস্টে ইসরায়েল বাহিনী জানিয়েছে, সাহদা আল-আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস।

এছাড়া হামাস এটিকে ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবেও ব্যবহার করছিল। এজন্য সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেয়নি ইসরায়েল বাহিনী।

আরও পড়ুনঃ  বাইডেনকে ইস্তফা দিয়ে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব আমেরিকায়

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার (৭ অক্টোবর) এ হামলার এক বছর পূর্ণ হচ্ছে। হামলায় এ পর্যন্ত ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননসহ মধ্যপ্রাচ্য জুড়ে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ