26.3 C
Dhaka
Thursday, August 7, 2025

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মোবারক হোসেন (৪৫) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (০৪ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার ব্রম্মপুত্র নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামী লীগ নেতা আ. আউয়াল মিয়ার ছেলে ও সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

নিহতের ভাই সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহ বাদল জানান, গত ৫ দিন আগে আমার বড় ভাই মোবারক হোসেন রাতে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।

আরও পড়ুনঃ  ডিবি থেকে ফিরে নতুন ঘোষণা দিলেন সমন্বয়ক হাসনাত

পরে এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বৈদ্দেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, বিকেলে নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ