27.9 C
Dhaka
Tuesday, August 12, 2025

ফেসবুকে দুঃসংবাদ দিয়ে অনুরোধ নির্মাতা ফারুকীর

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’-র অফিশিয়াল পেজ হ্যাক হওয়ার দুঃসংবাদ দিয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) আনুমানিক বেলা ২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংবাদ জানান তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লেখেন, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করায় নিজের হ্যাক হওয়া অফিশিয়াল পেজ নিয়ে কোনো পদক্ষেপ নিতে পারছেন না তিনি।

তিনি লেখেন, তবে হ্যাক হওয়া পেজটি ফিরে পেতে তিশা ও তার টিম কাজ করছে। হঠাৎ এমন অঘটন হওয়ার পেছনে একটি চক্র দায়ী।

আরও পড়ুনঃ  বিএনপির লজ্জা নেই, ওদের কাজ শুধু সরকারের উকুন বাছা: নানক

দর্শকদের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে ফারুকী লেখেন, আমার দর্শকরা আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারে প্রচুর অবদান রেখেছেন, আমি নিশ্চিত আপনারা সবাই জানেন কেন এই সব ঘটছে, কারা এটা ঘটাচ্ছে।

বিগত বছরে আমি আমার ছবির প্রচারমূলক কাজ করেছি। কিন্তু এখন আমি ভিন্ন একটি ভূমিকা পালন করছি। তাই ৮৪০-র প্রচারের জন্য আমি কিছুই করতে পারিনি। তাই এটা স্পষ্ট যে, এক বা এক চতুর্থাংশের বেশি নেতৃত্বে একটি দূষিত প্রচেষ্টা চলছে।

নতুন সিনেমা প্রসঙ্গে ফারুকী লেখেন, যারা ৪২০ পছন্দ করেন তারা অনুগ্রহ করে হলে যান এবং ৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড দেখুন। যেহেতু আমি আমার চলচ্চিত্রটি সঠিকভাবে প্রচার করতে পারছি না, তাই আপনি ছবিটি উপভোগ করুন, চলচ্চিত্রটির প্রচারক হোন। একই সাথে আমাকে আমার জনসাধারণের কাজ চালিয়ে যেতে দিন যার জন্য আমি ২০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ!

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ