29.1 C
Dhaka
Monday, August 11, 2025

সড়কে একদিনেই ঝর*লো ১৮ প্রা*ণ

সারাদেশে সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ৮ জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।

প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী :

টাঙ্গাইল:
মধুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এসব ঘটনা ঘটে।

চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  তুমি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে দিলা না

রাজশাহী:
রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কাওরানবাজার এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। রোববার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ‘সবার জন্য দোয়া করে গেলাম, এমন বউ জানি কারো কপালে না জুটে’

বরিশাল
বরিশালের মুলাদীতে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে রওনা দেয়া অবৈধ টমটমের চাপায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মুলাদীর প্রত্যন্ত নোমরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনা :
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও দুইজন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা :
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ