26.4 C
Dhaka
Saturday, July 26, 2025

আপনা*দের আ*ম্মু আর দেশে ফিরবে না, আপনারা রিয়েলিটি মাইনে নেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনও অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। সেজন্য পুলিশ, বিচার বিভাগ ও সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সচিবালয়ে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনে নেন, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে এসব কথা বলেন তিনি।হাসনাত বলেন, হাসিনা গত ১৬ বছর বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দলকে জিম্মি করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল। কিন্তু আমাদের ডাকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল বলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ দেশে খুনি হাসিনা আর ফিরতে পারবে না, তার পুনর্বাসন আর হবে না।

আরও পড়ুনঃ  হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে

আরও পড়ুনঃ চবিতে শিক্ষার্থীকে তুলে নিয়ে বেধড়ক পেটাল দুর্বৃত্তরা
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সরকার গঠনের কয়েক মাস পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক হয়নি। আপনারা বলেন, সিন্ডিকেট এক হাত থেকে অন্য হাতে গিয়েছে। সিন্ডিকেটের হাত পাল্টালে আপনাদের কাজ কী? এসব সিন্ডিকেটের হাত গুঁড়িয়ে দিতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারকে বলতে চাই, অতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। দ্রব্যমূল্যের লাগাম টানতে হবে। কোনো বিপ্লবীর ওপর হামলা হলে সে দায় গ্রহণ করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের দেশ প্রেমিকদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। শাপলা চত্বরে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে আলেমদের হত্যা করা হয়েছে। সে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। ১৬ বছর ধরে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের বিচার করতে হবে। দেশে আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ, আমাদের অন্য কোনো শত্রু নেই।

আরও পড়ুনঃ  ঘোষণা*পত্র থেকে সরে দাঁড়াল বৈষম্য*বিরোধী ছাত্র আন্দোলন

তিনি বলেন, ৫ আগস্ট স্বাধীনতার পর অভ্যুত্থানের ঘোষণাপত্র ছিল না। আমরা ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সরকার নিজ দায়িত্বে সেটি দেওয়ার ঘোষণা দিয়েছে। তাই আমরা চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতে হবে। এ সময় পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লায় মানুষের কাছে যাবেন, তাদের কথা শুনবেন। ততদিন পর্যন্ত আওয়ামী ও ফ্যাসিবাদের বিপক্ষে আপনাদের লড়াই সংগ্রাম জারি থাকবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ