29 C
Dhaka
Thursday, February 20, 2025

সমুদ্র*পথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, আরও ৩০০ রোহিঙ্গা আটক

সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের সময় বহনকারী দুইটি নৌকাসহ অন্তত ৩০০ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেশটির দ্য সান ডেইলির খবরে বলা হয়েছে, শনিবার (৪ জানুয়ারি) মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূলে অনথিভুক্ত অন্তত ৩০০ মিয়ানমারের নাগরিক বহনকারী দুইটি নৌকা আটক করেছে।

এমএমইএ মহাপরিচালক অ্যাডমিরাল মোহম্মদ রোসলি আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, নৌকাগুলো বিকেল ৪টা ১৬ মিনিটে উপকূলে অবস্থান করছিল। এতে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। নৌকায় থাকা যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের খাদ্য ও পানি সরবরাহ করা হয়।

আপনার মতামত লিখুন:
আরও পড়ুনঃ  ৩০ লক্ষ নয়, ৩ লক্ষ মানুষ মা*রা গিয়েছে মুক্তি*যুদ্ধে: মেজর ডালিম
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ