22 C
Dhaka
Thursday, February 20, 2025

যুবদল ও ছাত্র*দল নেতাকে পেটালেন যুব*লীগের নেতাকর্মীরা

নাটোরের সিংড়া উপজেলায় যুবদল নেতা ও এক কৃষককে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার ইটালী গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ওই যুবদল নেতার নাম শামীম হোসেন (৩৯)। তিনি উপজেলার ইটালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। আহত কৃষকের নাম আবু বক্কর সিদ্দিক (৪২)।

স্থানীয়রা জানান, উপজেলার ইটালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহাগ মোল্লার সঙ্গে ৫৪ শতাংশ জমি নিয়ে কৃষক আবু বক্কর সিদ্দিকের বিরোধ রয়েছে। শুক্রবার কৃষক আবু বক্কর লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান লাগাতে যান। এ সময় সোহাগ মোল্লার নেতৃত্বে ৮ থেকে ১০ জন হামলা চালায়। এতে দু’পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  শেখ হা*সিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এবার যা জানাল ভা*রত

আরো পড়ুন: ৪ দেশের মুদ্রাসহ সাইদ আহমেদ আটক

আহত অন্যরা হলেন- ইটালী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া হোসেন, আখতার হোসেন ও সোহাগ মোল্লা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জমিটির মালিকানা দাবি করে কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, তারা ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালিয়ে মারধর করে হাত ভেঙে দিয়েছে।

ইটালী ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহাগ মোল্লা বলেন, ‘জমিটিতে আমরাই চাষাবাদ করি। সেখানে জোর করে ধান রোপণ করতে যায় প্রতিপক্ষ। বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করে।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ