27 C
Dhaka
Saturday, October 18, 2025

বাসার খাবার খাচ্ছেন খালেদা জিয়া, রা*ন্না করে আনেন জুবাই*দা রহমান

হেফাজুল করিম রকিব, যুক্তরাজ্য থেকে:

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মানসিক অবস্থা এখন অনেকটা চাঙ্গা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সবাইকে একসঙ্গে পেয়ে উৎফুল্ল তিনি। গত বুধবার লন্ডনে পৌঁছে বিমানবন্দর থেকে সোজা বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকের পথ ধরেন খালেদা জিয়া। সেখানেই আছেন ভর্তি। চলছে স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা।
হাসপাতালে খালেদা জিয়ার দেখভাল করছেন ছেলে তারেক রহমান ও দুই পুত্রবধূ। তিন নাতনিও পিছিয়ে নেই। তারা দাদিকে সঙ্গ দিচ্ছেন।
হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার জন্য বাসা থেকে রান্না করে খাবার আনেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুনঃ  অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বাক্ষর নেওয়া হলো পদত্যাগপত্রে

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি প্রতিদিন খাবার পরিবেশন করছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বলেন, দীর্ঘ জার্নির পরও অনেকটা সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন।

দীর্ঘদিন পর পরিবারের সান্নিধ্য পেয়ে তিনি মানসিকভাবে বেশ চাঙ্গা, এটা বোঝাই যাচ্ছে।

বিএনপির এ নেতা জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ২৪ ঘণ্টা হাসপাতালে থাকছেন। মেডিকেল বোর্ডের অন্য সদস্যরাও প্রতিদিন দীর্ঘ সময় হাসপাতালে থাকেন।

/এসআইএন

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ