28.3 C
Dhaka
Monday, August 11, 2025

জয়পুর*হাটের পাঁচ*বিবি সীমান্তে ফাঁকা গুলি ছুড়লো বিএসএফ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন ভুইডোবা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ আজ সোমবার সকালে বাংলাদেশ অভিমুখে ফাঁকা গুলি চালিয়েছে। সীমান্তে চোরাচালানীদের ধাওয়া দিয়ে গুলি ছুড়ে বিএসএফ।

এলাকাবাসী জানায়, বিএসএফ ১ রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে চোরাচালানদের ফেলে রাখা মালামাল সীমান্তের শূন্য রেখা থেকে তুলে নিয়ে গেছে। সীমান্তের ২৮২ নং পিলারের ৪৩ নং সাব পিলার এলাকায় এই গুলির ঘটনা ঘটে। সূত্রে জানা যায় রোববার ভোরেও বিএসএফ ফাঁকা গুলি চালিয়েছিল।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া বিওপির নায়েক সুবেদার নাইমুল ইসলাম আজ সকালে বিএসএফের গুলি করার ঘটনা স্বীকার করেন। তবে রোববার ভোরে গুলির ঘটনা অস্বীকার করলেও তিনি জানান অনেক সময় বিএসএফ পটকা ফুটায় বিভিন্ন শব্দ করে।

আরও পড়ুনঃ  আমাকে ছেড়ে দিন, দেশ ঠিক করে দেব: সালমান এফ রহমান

তিনি জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলি করার এই ঘটনায় অতিরিক্ত টহল বৃদ্ধি করা হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ