31.1 C
Dhaka
Thursday, August 7, 2025

গ্রেপ্তার এড়াতে চাকরি নিলেন জাহাজে, গোয়েন্দা জালে ছাত্র*লীগ নেতা

গ্রেপ্তার এড়াতে চাকরি নিলেন জাহাজে, গোয়েন্দা জালে ছাত্রলীগ নেতা
মাগুরা: মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই হত্যা মামলার আসামি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব শিকদার গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। যদিও গ্রেপ্তার এড়াতে তিনি খুলনায় জাহাজে চাকরি নিয়েছিলেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে তাকে মাগুরা চিফ জুডিশিয়াল আদালত চত্বরে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে উৎসুক জনতা জড়ো হলে হট্টগোলও হয়।

রাকিব শিকদার পৌরসভার বরুনাতৈল গ্রামের বাদশা শিকদারের ছেলে। তিনি আন্দোলনের সময় মাগুরায় ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বি (৩৪) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন (২২) হত্যার ঘটনায় দুই মামলার ১২ নম্বর আসামি।

আরও পড়ুনঃ  পিকআপে আসছে নেতাকর্মীরা, শাহবাগে গাড়ির জটলা

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী এহসানুল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাকিব শিকদার গ্রেপ্তার এড়াতে খুলনায় একটি জাহাজে চাকরি নিয়েছিলেন। ৫ আগস্টের পর থেকে আসামি রাকিব আত্মগোপনে চলে যান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে খুলনার ফুলতলা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ