34 C
Dhaka
Saturday, October 18, 2025

আবু সাঈদ হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অপরাধ ট্রাই*ব্যুনাল দল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ সকল হত্যা মামলার বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষে দ্রুত গ্রেপ্তার পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে আবু সাঈদ হত্যার ঘটনাস্থল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনের সড়ক পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ১২ সদস্যের একটি দল।

এ সময় দলের প্রধান ব্যারিস্টার এস এম মইনুল করিম বলেন, ‘আবু সাঈদকে হত্যার অভিযোগ এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে আসে। সে কারণেই তদন্ত করতে রংপুরে এসেছি। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।’

আরও পড়ুনঃ  সিজিআই ইভেন্টে বিতর্কিত ব্যক্তিকে নিয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

অপরাধ ট্রাইবুনালের প্রধান আরও বলেন, ঘটনার স্কেচ ম্যাপ তৈরি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ, ইলেকট্রনিক ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এম মইনুল করিম বলেন, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযুক্ত হবেন কিনা সেটি তদন্তের পর বলা যাবে।

আবু সাঈদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে হত্যার সকল ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করবে এই তদন্ত দল। আগামীকাল তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ