30.1 C
Dhaka
Saturday, August 9, 2025

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা
ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন তারা। ছবি: চ্যানেল 24

অরাজনৈতিক প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার তিন নেতা ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইফতি আহমেদ ফাহিম।

গত ২১ এপ্রিল ফেসবুকে তারা পদত্যাগের ঘোষণা দেন। পরে বুধবার (২৩ এপ্রেল) বেলা ১১ টার দিকে জেলার শ্রীনগর সরকারি কলেজ আঙিনায় ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে ফরম সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন তারা।

আরও পড়ুনঃ  হাসনা*তকে কড়া বার্তা দিলেন বিন ইয়ামিন

মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এক প্রতিক্রিয়ায় তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করে ছাত্রদলে যোগদান করেছেন ওই তিন নেতা। তাদের হাত ধরেই বিকশিত হবে শ্রীনগর কলেজ ছাত্রদল।

আরও পড়ুন : নিজের ফেসবুক আইডি ডিজেবল নিয়ে যা বললেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ

এদিকে, জানতে চাইলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য ইফতি আহমেদ ফাহিম। তিনি জানান, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন গঠনতন্ত্র নেই। তাই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কোন বাধ্যবাধকতা নেই। তাই ফেসবুকে ঘোষণা দিয়ে আমরা তিনজন স্বেচ্ছায় পদত্যাগ করেছি। এ বিষয়ে আমাদের কোন মন্তব্য নেই।

আরও পড়ুনঃ  থার্টি ফা*র্স্ট উদযাপনে কড়াকড়ি, নেপথ্যে টিএসসিতে ছাত্র*লীগের হাতে বাঁধনের বস্ত্রহরণ

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম জানান, জেলার সকল কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। সেই কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অনেকেই ছাত্রদলে যোগ দিচ্ছেন। এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ