34 C
Dhaka
Saturday, October 18, 2025

অবশেষে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারীর আসল পরিচয় শনাক্ত

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। হামলার ভিডিও দেখে হামলাকারীকে শনাক্ত করেছেন নেটিজেনরা। তার নাম ইশতিয়াক হোসেন, তিনি অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

তবে এ ঘটনার দায় স্বীকার করতে নারাজ জবির আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। রাতভর কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তিন দফা দাবিতে দিনভর আন্দোলনের পর রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপাচার্যসহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টারা। বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে কথা বলার সময় হামলার শিকার হন।

আরও পড়ুনঃ  হঠাৎ করে যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা: ড. ইউনুস

তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। এ ঘটনার পর তিনি কথা না বলে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর গণমাধ্যমের সামনে এসে মাহফুজ আলম বলেন, “একটি উদ্দেশ্যপ্রণোদিত চক্র আমাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।”

রাত ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, কোনো সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা রাজপথ ছাড়বেন না।

এদিকে, হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি ফেসবুক পোস্টে বলেন, “সমালোচনা ও গণতান্ত্রিক অধিকার স্বাভাবিক, কিন্তু শারীরিক লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো যুক্তিসংগত ব্যাখ্যা হতে পারে না।”

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ