26.7 C
Dhaka
Tuesday, August 26, 2025

বিস্ফোরণটা যেন একটা বিশাল ভূমিকম্পের মতো ছিল

গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বেঁচে ফেরা কয়েকজন প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে জানিয়েছেন, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই এ হামলা চালানো হয়।

জাবালিয়ার বাসিন্দা আনাস সালেহ বলেন, “আমরা তখন ঘুমিয়ে ছিলাম, হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণে বিছানা থেকে ছিটকে পড়ি। আমাদের পাশের বাড়িটিকে লক্ষ্য করে বোমা ফেলা হয় এবং আমাদের বাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কেবল প্রাণে বেঁচে ফিরেছি। আমাদের সব প্রতিবেশী মারা গেছেন।”

আরও পড়ুনঃ  পুলি*শের সাবেক এডিসি দস্ত*গীর গ্রেফ*তার

আরেকজন ফিলিস্তিনি বাসিন্দা জানান, “বিস্ফোরণটা যেন একটা বিশাল ভূমিকম্পের মতো ছিল। চারপাশের সব ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আমাদেরটাও। আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে কোনওভাবে বেরিয়ে এসেছি, আল্লাহর কাছে শুকরিয়া – আমরা এখনো বেঁচে আছি।”

সূত্রঃ আল জাজিরা

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ