26 C
Dhaka
Sunday, April 20, 2025

ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম যাওয়া হল না পুলিশ সদস্যের

ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম যাওয়ার সময় দুই সহযোগীসহ তৈয়বুল ইসলাম নামের এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তিনি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত রয়েছেন।

বুধবার (৫ জুন) দুপুরে কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশন থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় শফিক ও নুর ছালাম নামে তার আরও দুই সহযোগীকে আটক করা হয়। তবে তারা পুলিশ সদস্য নয়। তৈয়বুল ৮ এপিবিএনের অধীনে রোহিঙ্গা ক্যাম্পের উখিয়ার পানবাজারে কর্মরত।

আরও পড়ুনঃ  জাবির নবীন শিক্ষার্থীদের মাঝে ১৫০০ কপি কুরআন বিতরণ

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল মোস্তফা মকুল। ইয়াবার চালানটি রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলো জানায় ডিএনসি।

এর আগেও ২০২৪ সালের ২০ মে শহরের কলাতলী থেকে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করেছিলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ