30.9 C
Dhaka
Wednesday, July 30, 2025

বাবার মৃত্যুর ৩০ মিনিট পরেই মেয়ের আত্নহত্যা

নোয়াখালীর সদর উপজেলায় বাবার মৃত্যুর ৩০ মিনিট পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মেয়ে তিশা দে।
বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, বুধবার (৫ জুন) সকালে নোয়াখালীর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার নরেশ চন্দ্র দের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উকিল পাড়ার নরেশ চন্দ্র দে ও তার মেয়ে তিশা দে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নরেশ চন্দ্রের মেয়ে তিশা ফেনীর একটি কলেজে পড়ত। পড়ালেখা অবস্থায় সে এক মুসলিম বিয়ে করে। বিষয়টি তার বাবা জানতে পেরে তাকে ফেনী থেকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর নিজ বাড়িতে নিয়ে আসে। মঙ্গলবার রাতে মেয়েকে স্বামীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বুঝানোর চেষ্টা করেন বাবা। কিন্তু মেয়ে তার স্বামীর পক্ষে অনড় ছিল।

আরও পড়ুনঃ  দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম নিহতের গুজব

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিহতের ছোট ছেলে স্কুলে যাওয়ার সময় বাবার কাছে টাকার জন্য গেলে দেখে তার নিথর দেহ দেখতে পায়। পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসেন। তিশা বাবার এ অবস্থা দেখে পরিবারের সদস্যদের অগোচরে আলাদা একটা কক্ষ গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, নরেশ কিডনিজনিত রোগী ছিলেন। তিনি বাসায় ডায়ালাইসিস করতেন। তার মেয়ে ফেনী মেডিকেলে পড়ত। সেখানে একজন মুসলিম ছেলেকে বিয়ে করে। বিষয়টি তিনি ভালোভাবে নেননি।

আরও পড়ুনঃ  আমার মা পদত্যাগ করেননি : জয়

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, এসব বিষয় নিয়ে সৃষ্ট জটিলতার একপর্যায়ে মেয়েটির বাবা হার্ট অ্যাটাক করে করে মারা গেছেন। পরে মেয়েটিও আত্মহত্যা করেন। বিকেল ৪টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ