34 C
Dhaka
Saturday, July 12, 2025

ভয়াবহ দাবানলে পুড়ছে ব্রাজিল

ব্রাজিলের মাতো গ্রোসো দো সোল প্রদেশের প্যান্টানাল অঞ্চলটি এখন ভয়াবহ দাবানলে পুড়ছে। শত শত অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছেন। সোমবার (১১ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্যান্টানাল অঞ্চলটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় জলাভূমি। দাবানল মৌসুমের আগেই শুরু হয়ে যাওয়ায় আগের বছরগুলোর তুলনায় এবারের দাবানল আরও তীব্রভাবে দেখা দিচ্ছে। ইতোমধ্যে, মাতো গ্রোসো দো সুল প্রদেশের প্রায় ৩২ হাজার হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তনের পর ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার

অঞ্চলটিতে অন্যান্য বছরের তুলনায় এবার বৃষ্টিও কম হয়েছে। এর ফলে আগুন খুব সহজেই ছড়িয়ে পড়ছে। ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের (আইএনপিই) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে গত ৯ জুন পর্যন্ত আগুন লাগার ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় ৯৩৫ শতাংশ পর্যন্ত বেশি।

আরও পড়ুনঃ সিডনিতে মার্কিন কনস্যুলেটে ‘গ্রাফিতি’ হামলা

এবার সিডনিতে মার্কিন কনস্যুলেটে হামলা চালালো ইসরায়েলিবিরোধী এক বিক্ষোভকারী। সোমবার (১০ জুন) স্থানীয় সময় ভোর তিনটায় ঘটে এ ঘটনা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আরও পড়ুনঃ  যেসব কথা জানে না কেউ, নিজেকে শেষ করার আগে বলে গেলেন রেমি

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ভেঙে দেয়া হয়েছে ভবনের ৯টি কাচের জানালা। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাতুড়ি দিয়ে জানালার কাচে একের পর এক আঘাত করছেন এক ব্যক্তি। পরে গ্রাফিতি (স্প্রে পেইন্ট) করে ভবনের দেয়ালে লিখে দেন ‘ফ্রি গাজা’। এসময় তার পরনে ছিলো হুডি। হুডি দিয়ে মুখ ঢাকা থাকায় দেখা যায়নি তার মুখ।

এরইমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। যা নিয়ে ছড়াচ্ছে আতঙ্কও। সবশেষ পাওয়া খবর পর্যন্ত, এখনও জানা যায়নি তার নাম-পরিচয়। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তকে ধরতে চলছে তদন্ত।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ