33 C
Dhaka
Saturday, March 15, 2025

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহন নামের এক যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকার চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে এ আগুনের ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম বলেন, মেঘনা টোল প্লাজায় দুপুরের দিকে তিশা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকায় যাচ্ছিল।

এ সময় বাসটি মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সকল যাত্রী বাস থেকে নেমে যান। এতে কেউ হতাহত হননি।

আরও পড়ুনঃ  লঘুচাপটি নিম্ন*চাপে পরিণত, সমূদ্র*বন্দরে সত*র্ক সংকেত

ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করায় প্রচণ্ড গরমে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, চালক ও সহকারীসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।

বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কোনো যানজট হয়নি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ