24 C
Dhaka
Thursday, February 20, 2025

সমলিঙ্গের বিবাহকে বৈধতা দিলো থাইল্যান্ড

দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে সমলিঙ্গের বিয়েকে প্রথম বৈধতা ঘোষণা করেছে থ্যাইল্যান্ড।
মঙ্গলবার (১৮ জুন) দেশটির সিনেটে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে।

সমলিঙ্গের বিয়ের দাবিতে দেশটির অধিকারকর্মী এবং রাজনীতিবিদরা দীর্ঘ দুই দশক ধরে এ নিয়ে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু এ সংক্রান্ত বিলটি এর আগে দেশটির সংসদে নেয়া হয়নি।

সমলিঙ্গের মধ্যে বিয়ের বিলটি সংসদে বিনা বাধায় পাস হয়েছে। এখন এটি রাজকীয় অনুমোদনের অপেক্ষায়। রাজকীয় অনুমোদন পাওয়ার ১২০ দিন পরই এই আইনটি কার্যকর হবে।

আরও পড়ুনঃ  ঢাবিতে কোটা আন্দোলনের সমন্বয়ককে মারধর ছাত্রলীগের

এলজিবিটিকিউ’র আইনজীবী এ ঘোষণাকে স্মরণীয় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। সমলিঙ্গের বিয়েকে বৈধ ঘোষণা করায় দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে থাইল্যান্ড প্রথম এ পদক্ষেপ নিল। এশিয়ার মধ্যে নেপাল এবং তাইওয়ানের এখন থাইল্যান্ডও এক্ষেত্রে অন্তর্ভূক্ত হলো।

আইনটি পাস হওয়ার পর সমলিঙ্গের বিবাহ নিয়ে দাবি আদায়কারীরা দেশটির সংসদভবনের বাইরে আনন্দ উল্লাস করে। সেখানে তারা তাদের পরিচয় বহনকারী পতাকা উঠিয়ে উল্লাসে ফেটে পড়ে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ