26.7 C
Dhaka
Tuesday, July 1, 2025

আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে: আব্দুল মোমেন

আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য (এমপি) ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে উল্লেখ করে এ সময় দুর্নীতিবাজ আমলাদের থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রদান বাধ্যতামূলক করা দরকার। সরকারি প্রকল্পের ব্যয় কমানো ও রাজস্ব বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি।

আরও পড়ুনঃ  নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির রিভিউ

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘জনগণ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অসহায়। উৎপাদন ঠিকঠাক থাকার পরও কেন সবকিছুর দাম বাড়ে, তা ভাবা দরকার।’

তিনি বলেন, দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনলেই দুর্নীতি কমবে।

ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে প্রশ্ন তুলে সাবেক এ মন্ত্রী বলেন, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ