ঘরের টেবিলের ওপর পড়ে ছিল ছয় পৃষ্ঠার একটি চিরকুট। তাতে লেখা পরিবারের অভাব-অনটন ও ঋণের কথা। আর ঘরের একটু দূরে কাঁঠালগাছের সঙ্গে ঝুলছিল আওয়ামী লীগ নেতার লাশ। নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের লুদুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১ টার দিকে কামাল উদ্দিন মজুমদার (৬৫) নামের ওই আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান।
তিনি জানান, উদ্ধারের পর নিহত কামাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: বিএনপির লজ্জা নেই, ওদের কাজ শুধু সরকারের উকুন বাছা: নানক
বিএনপিকে উদ্দেশ্য করে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি দেশের ভেতরে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এদের কোনো লজ্জা নেই। ওদের কাজ শুধু সরকারের উকুন বাছা। বিএনপি দেশের টাকা বিদেশে পাচার করে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সিলেট-সুনামগঞ্জে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশে দিয়েছেন; বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য সহায়তা দেয়ার জন্য এসেছি।
তিনি আরও বলেন, হাওরের ওপর যখন দুর্যোগ নেমে আসে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্ত থাকতে পারেন না। হাওরের গ্রামের মানুষদের প্রতি তার আলাদা একটা ভালোবাসা আছে। তাই আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আওয়ামী লীগ আপনাদের পাশে আছে।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।