24 C
Dhaka
Monday, March 24, 2025

‘ভালো থেকো’, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চিকিৎসকের আত্মহত্যা

‘ভালো থেকো, আমি আর পারছি না’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন অর্পনা বসাক নামে এক চিকিৎসক। প্রেমিক অন্যত্র বিয়ে করায় অভিমানে তিনি এমনটা করেছেন বলে অভিযোগ স্বজন ও সহকর্মীদের।

মঙ্গলবার (২৫ জুন) ভোরে ময়মনসিংহ শহরের পন্ডিতপাড়ায় এ ঘটনা ঘটে।

অর্পনা বসাক ২০১৬ সালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন । তিনি ময়মনসিংহ নগরীর প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

খন্দকার মাহবুব এলাহী নামে প্রেমিককে উদ্দেশ্য করে নিজের ফেসবুকে পোস্ট করে শেষ বার্তা দেন অর্পনা। এরপর নিজ শরীর আগুনে পুড়িয়ে বিদায় জানান পৃথিবীকে।

আরও পড়ুনঃ  জানা গেল ‘দানা’ নিয়ে ভয়ংকর তথ্য

সহকর্মী ও স্বজনরা জানান, প্রেমিক অন্যত্র বিয়ে করেছেন এমন মানসিক যন্ত্রণা থেকে ডা. অপর্না বসাক নিজ বাসায় শরীরে আগুন দিয়ে আত্মহনন করেন। ডাকাডাকির পরও না উঠায়, দরজা ভেঙে ভিতরে গিয়ে তার পোড়া মরদেহ দেখতে পান মা জোৎস্না বসাক।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। পরে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন।

আরও পড়ুনঃ  সেই কাউন্সিলর চামেলী বরখাস্ত

তিনি বলেন, শরীরে কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন দেন ওই ডাক্তার। এ বিষয়ে স্বজনদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ