28 C
Dhaka
Sunday, October 19, 2025

৫৭ লক্ষ টাকা বিদুৎ বিল বাকি, লালমনিরহাট রেলওয়ে স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন

৫৭ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বাকি থাকায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের বিদুৎ সংযোগ ৬ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। এতে ভোগান্তিতে পড়ে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেসসহ পাটগ্রাম গামী ট্রেনের যাত্রীরা। পরে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বিদুৎ বিল পরিশোধের প্রতিশ্রুতি দিলে পুনরায় বিদুৎ সংযোগ দেওয়া হয়।

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করণের বিষয়টি নেসকো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় নিশ্চিত করেছেন।

নেসকো জানায়, দীর্ঘদিন বকেয়া বিদুৎ বিল পরিশোধ করতে বলা হলেও লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। পরে মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৬ টায় রেলওয়ে স্টেশনের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্নের পর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ নেসকোর সঙ্গে যোগাযোগ করে বিল আগামী জুলাই মাসের মধ্যে পরিশোধের আশ্বাস দেয়। এরই প্রেক্ষিতে পুনরায় রাত ৯ টায় বিদুৎ সংযোগ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিধ্বংসী হবে ঘূর্ণিঝড় ‌‘ডানা’, বাংলাদেশে আঘাত হানবে যেদিন যেখানে

লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেসের যাত্রী লাজু সরকার বলেন, রাত ৮ টার দিকে রেলওয়ে স্টেশনে আসি। বুড়িমারী এক্সপ্রেসের টিকিট সংগ্রহ করার জন্য বিদুৎ না থাকায় অন্ধকারেই লাইনে দাঁড়িয়ে ছিলাম। পরে রাত ৯ টার দিকে বিদুৎ এসেছে।

স্টেশনে থাকা যাত্রী জয়নাল আবেদিন বলেন, সন্ধ্যার পরপর স্টেশনে আসি একজন ঢাকাগামী যাত্রীর( আত্মীয়) সাথে দেখা করতে। কিন্তু বিদুৎ না থাকায় তাকে খুঁজে পেতে সমস্যা হয়েছে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান নয়ন বলেন, স্টেশনে অন্ধকার থাকায় জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতে হয়েছে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে মৃত্যুদণ্ড দিতে হবে: হাসনাত

বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পুনরায় সংযোগ স্থাপন ও বিল বাকি থাকার বিষয়ে মন্তব্য পেতে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালামের ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ