30 C
Dhaka
Thursday, February 20, 2025

অসামাজিক কার্যকলাপের অভিযোগে কৃষক লীগ নেত্রী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অসৎ ও অনৈতিক আচরণ এবং আইনশঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদানসহ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মোসা. হালিমা রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার কৃষক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩/৪ দিন যাবৎ জাতীয় পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার নামে (হালিমা রহমান) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অসৎ ও অনৈতিক আচরণ এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্তব্য কাজে বাধাদান ও পত্র—পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় খবর ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ  ‘প্রতিপক্ষকে ঘায়েল করতে করো করো এই লাশটি দরকার ছিল’

এছাড়া আপনি নানাবিধ অসামাজিক কার্যকলাপ ও রাষ্ট্রিয় আইনশৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য সকল সহযোগী ও অঙ্গ সংগঠন আপনার উক্ত ঘটনার জন্য বিব্রত।

উপরোক্ত বিষয়ের আলোকে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশক্রমে আপনাকে বাংলাদেশ কৃষক লীগের প্রাথমিক পদ সহ সকল সাংগঠনিক পদ হতে বহিষ্কার করা হয়েছে। আপনি সংগঠনের পক্ষে কোনো সভা সমাবেশে যোগদান করতে পারবেন না বা প্রতিনিধিত্ব করতে পারবেন না। বিষয়টি অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে গত বৃহস্পতিবার গভীর রাতে খুলনা মহানগরীর ৯ নম্বর ওয়ার্ডের মুজগুন্নি বাস্তুহারা এলাকার বাসা থেকে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়। ওই হামলার ঘটনায় ৯জন পুলিশ সদস্য আহত হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ