29 C
Dhaka
Thursday, February 20, 2025

রাস্তায় পেয়ে জবি ছাত্রলীগ নেতাকে বেদম পিটুনি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচিতে রাজু ভাস্কর্যে যাচ্ছিলেন তিনি। এ সময় তাকে রাস্তায় পেয়ে বেধড়ক পিটুনি দেন আন্দোলনকারীরা। পরে তার বাইক ভাঙচুর করে তাকে হলের গেস্টরুমে নিয়ে যান।

এ বিষয়ে আহত মফিজুর রহমান হামিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যাওয়ার সময় শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে আমার ওপর হামলা করে ও অমর ২১শে হলের গেস্টরুমে নিয়ে আটকে রেখে নির্যাতন চালায়।

আরও পড়ুনঃ  সুইস ব্যাংক থেকে বিস্ময়কর গতিতে টাকা সরিয়েছে বাংলাদেশিরা

তিনি আরও বলেন, আমার সঙ্গে থাকা মোটরসাইকেলও ভাঙচুর করেছে তারা।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ