জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিমের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচিতে রাজু ভাস্কর্যে যাচ্ছিলেন তিনি। এ সময় তাকে রাস্তায় পেয়ে বেধড়ক পিটুনি দেন আন্দোলনকারীরা। পরে তার বাইক ভাঙচুর করে তাকে হলের গেস্টরুমে নিয়ে যান।
এ বিষয়ে আহত মফিজুর রহমান হামিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যাওয়ার সময় শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে আমার ওপর হামলা করে ও অমর ২১শে হলের গেস্টরুমে নিয়ে আটকে রেখে নির্যাতন চালায়।
তিনি আরও বলেন, আমার সঙ্গে থাকা মোটরসাইকেলও ভাঙচুর করেছে তারা।