26.8 C
Dhaka
Saturday, July 12, 2025

ফেসবুক লাইভে এসে যে বার্তা দিলেন মানজুর আল মতিন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিনিয়র টিভি উপস্থাপক মানজুর আল মতিন বলেছেন, ধ্বংসাত্মক কাজ করে আন্দোলনের অর্জনকে কলুষিত না করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

এ সময় মানজুর স্বৈরাচার সরকারের পতনের জন্য দেশের সব মানুষকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে স্মরণ করছি এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের।

এ আইনজীবী আরও বলেন, আমাদের সন্তানরা মহান এ আন্দোলন শুরু করেছিল। দয়া করে এটিকে কলুষিত করবেন না। এ মুহূর্তে আমরা বেশ কিছু খারাপ খবর পাচ্ছি। আমরা গণভবন ও জাতীয় সংসদে লুটপাট দেখেছি। এছাড়া সংখ্যালঘুদের ওপরও হামলার অভিযোগ পাচ্ছি। দয়া করে এসব থেকে দূরে থাকুন।

আরও পড়ুনঃ  বিয়ের আগে ছেলে-মেয়ের ৭টি জরুরি টেস্ট

প্রসঙ্গত, সম্প্রতি আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এ আইনজীবী।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ