28 C
Dhaka
Monday, October 20, 2025

ডিবির ‌টর্চার সেল থেকে যা পেল সেনাবাহিনী

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অনেকে আটকে রয়েছে এমন খবরে, সেখানে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

বুধবার (৭ আগস্ট) সেনাবাহিনীর সহায়তায় সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।

জানা গেছে, ডিবি কার্যালয়ের নিচ তলায় দেখা যায় কয়েকটি কক্ষ। যেখানে মানুষজন ধরে এনে আটকে রাখা হতো। ওই স্থানে গিয়ে ঘোষণা দেওয়া হয়, কেউ যদি আটকে থাকেন তবে সাড়া দেন, সেনাবাহিনী আপনাদের উদ্ধার করতে এসেছে। তবে সেখানে কেউ সাড়া দেয়নি।

আরও পড়ুনঃ  ‘আমি চাই না দ্বিতীয় কেউ আমার শরীর উপভোগ করুক’

অর্থাৎ সবগুলো কক্ষ ছিল ফাঁকা। পরে ডিবি অফিসের একটি কক্ষের আলমারি খুলে পাওয়া যায় নগদ ১৩ লাখ টাকা। স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বান্ডেলে ৮ লাখ, একটি বান্ডিলে ৩ লাখ ও আরেকটি বান্ডিলে ২ লাখ টাকা পাওয়া যায়।

ডিবির মতিঝিল বিভাগের এসআই সুজা নামের একজন আলমারির ড্রয়ার খুলে টাকাগুলো নিজের বলে দাবি করেন। তিনি বলেন, ‘এই টাকা তার। তিনি ব্যাংক থেকে উঠিয়ে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে তিনি টাকাগুলো নিতে বুধবার (৭ আগস্ট) ডিবি কার্যালয়ে যান। পরবর্তীতে টাকাগুলো নিয়ে তিনি বের হতে পারেননি।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ