29 C
Dhaka
Thursday, February 20, 2025

নৈরাজ্য দেখার জন্য বিপ্লব করা হয়নি: নুর

শিক্ষার্থীদের লড়াই সংগ্রামের ফায়দা লুটতে চাচ্ছে দুষ্কৃতিকারীরা। নৈরাজ্য দেখার জন্য এই বিপ্লব করা হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন।

এ সময় এসব রুখতে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের রুপরেখা তাড়াতাড়ি তৈরির তাগিদ দেন তিনি। এই বিপ্লবকে নস্যাৎ করতে চায় যারা তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় কমিটি গঠন করার দাবি জানান তিনি।

তিনি বলেন, এই নৈরাজ্য করেছে যারা তারা সরকারের সহযোগী ছিল। তাদের বিচারের আওতায় আনতে হবে। আর যেন কোনো দখলদার তৈরী না হয়।

আরও পড়ুনঃ  বর্তমান অবস্থান নিয়ে যা জানালেন সাবেক ডিবি প্রধান

কোনো প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়ার অধিকার কারোর নেই। সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এ হামলা বিএনপি জামায়াত ও গনজাগরণ করে নাই। এরা দুষ্কৃতকারী। তারা এখনও ষড়যন্ত্র করে চলছে।

তিনি আরও জানান, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাও অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে।

এই ১৫ বছর ধরে যারা গুম খুন করেছে তাদেরকে বিশেষ ট্রাইবোনাল করে বিচারের মুখোমুখি করার জন্য অন্তর্বর্তীকাল সরকারকে কাছে প্রত্যাশা করেন তিনি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ