29 C
Dhaka
Thursday, February 20, 2025

দুই তারকা ক্রিকেটারকে নিয়ে মুখ খুললেন সোহান

বিসিবি কর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনেছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। এর আগে ইমরুল কায়েস, রুবেল হোসেনরা ফেসবুকে সরব হলেও গণমাধ্যমে প্রথম মুখ খুলেছেন এ উইকেটরক্ষক ব্যাটার। রাজনীতি ও ক্রিকেট একসাথে চলে না বলে মাশরাফী ও সাকিবের সমালোচনাও করেন নুরুল হাসান।

সোহান, বিসিবি থেকে প্রথম শ্রেণির দলের জন্য একটা বরাদ্দ থাকে। শুধু জার্সি বানানোর জন্য থাকে ৩ লাখ টাকার মতো কিছু। কিন্তু আমাদের ৮০ হাজার টাকা দেয়া হয়েছিল আমি দেখেছি। যেহেতু আমি একটি দলের অধিনায়ক ছিলাম।

আরও পড়ুনঃ  ‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান’, বলতেই পিটুনি

সত্য বলতে দ্বিধা নেই; সরকার পতনের পর দিন বদলের হাওয়া। দেশের ক্রিকেটের অসঙ্গতিগুলো নিয়ে বিস্ফোরক নুরুল হাসান।

কোটা সংস্কার ইস্যুতে ছাত্র-জনতার পাশে ছিলেন এ উইকেটকিপার ব্যাটার। এবার প্রশ্ন তুলেছেন বোর্ড কর্তাদের নিয়ে। যাদের কাছে ক্রিকেট মানে বাণিজ্য। প্রিমিয়ার লিগে বৈষম্যের উদাহরণ অসংখ্য।

ক্রিকেটার নুরুল হাসান বলেন, তাদের এখান থেকে বাড়ি-গাড়ি করার কিছু নেই। এই জিনিসটা যাতে ভবিষ্যতে না হয়। আমি জানি বাংলাদেশের পরিস্থিতিতে এটা অনেক কঠিন। তবে ছাত্ররা দেখিয়ে দিয়েছে আমরা কিভাবে এক থাকতে পারি।

আরও পড়ুনঃ  পুলিশ হত্যায় তিন কিশোর-তরুণ গ্রেপ্তার, স্পষ্ট অবস্থান সারজিসের

সব থেকে বড় একটা দেশ বলেন, একটা খেলা বলেন, একটা বিসিবি বলেন এটা তখন ভালো যাবে যখন ৭০-৮০ শতাংশ মানুষ নিজের চিন্তা না করে ক্রিকেট ও দেশের ভালোর চিন্তা করবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ