32 C
Dhaka
Friday, June 13, 2025

‘যারা মানুষকে সম্মান করতে জানেনা তাদের রাজনীতি করার কোন অধিকার নেই’

রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে সম্মান করতে জানেনা তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না জামায়াতের না, দেশটা চৌদ্দ দলের না, দেশটা আঠারো কোটি মানুষের। সোমবার (১৯ আগস্ট) বিকেলে সখীপুরে উপজেলার তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, আমি শেখ হাসিনাকে বলেছি ড.ইউনুসের লেজ কাটতে গিয়ে আপনি ভাল কাজ করছেন না। তাঁর লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার লেজই কাটা গেছে। আন্দোলনকারী ছাত্রদের সততার প্রশংসা করে কাদের সিদ্দিকী বলেন, প্রত্যেকদিন গাড়ী খুললেই টাকার বস্তা পাওয়া যায়। সব মন্ত্রীরাই চোর। সব মানুষের ভোট চুরি করে তারা ভোটের অধিকার কায়েম করেছে। ঢাকা থেকে ভোট প্যাকেট করে এনে গুনে এমপি হওয়া যায় থাকা যায় না।

আরও পড়ুনঃ  মামা বাড়ির আবদারের মতো যেখানে-সেখানে ব্লকেড দিয়ে বসেছে: সাদ্দাম

তিনি আরও বলেন, আজকে উপজেলা ও মেয়র বাতিল হইছে। বঙ্গবন্ধুকে বাতিল করবেন? তার নাম পিতা।রাষ্ট্র পিতা। রাষ্ট্রপিতাকে বাতিল করলেসন্তানের জন্ম পরিচয় কিন্তু থাকে না।

তার গাড়িতে হামলা সম্পর্কে তিনি বলেন, কিছু লোক বলে বিএনপি ভাঙছে কিছু লোক বলে জামায়াত শিবির ভাঙছে কিন্তু তাদেরকে তো আমি চিনি।আমি বলি শয়তান ভাঙছে। যদি আমার আরেকটি গাড়ি ভাঙচুর করেও দেশের শান্তি আসে তাতেও আমার কোন দুঃখ নেই।

সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বলেন,শেখ হাসিনার পোলা জয় বাবা তুমি যেগুলি বলো এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়।তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাচে না।তুমি সকালে এক কথা বিকেলে এক কথা বইলা মানুষের কষ্ট আর বাড়াইও না।আদব কায়দা শেখ বড় হও।আমেরিকায় বইসা কথা বললেই তাকে বড় বলা হয় না।

আরও পড়ুনঃ  মায়ের পায়ের ধাক্কায় ভেসে ওঠে ফারুকের মরদেহ

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন,জেলা কৃষক শ্রমিক জনতা লীগের টাংগাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ