29 C
Dhaka
Thursday, February 20, 2025

ভাস্তিকে বিয়ে করে বিপাকে ডেপুটি কমিশনার চাচা!

সদ্য চাকরি পেয়েছেন। তার পরই নিলেন জীবনের সাহসী সিদ্ধান্ত। ১০ বছরের প্রেমিকাকে বিয়ে করলেন বিহারের এক সরকারী কর্মকর্তা। এতে নতুন কী? নিজের পায়ে দাঁড়িয়ে প্রেমিকাকে বিয়ে করবেন তাই তো হওয়া উচিত।

কিন্তু সেই প্রেমিকা যদি হয় ভাস্তি। হ্যাঁ! এমনই কাণ্ড ঘটিয়েছেন বিহারের বেগুসরাই পৌরসভার ডেপুটি কমিশনার।

নিজের বড়ভাইয়ের মেয়েকে বিয়ে করা নিয়ে তোলপাড় পড়েছে পরিবারে। তবে বিয়েতে মত রয়েছে খোদ ভাস্তিরই। তিনি জানাচ্ছেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে তাদের প্রেম। শেষ পর্যন্ত তা পরিণতি পেয়েছে।

আরও পড়ুনঃ  নীতীশের জালে আটকে বিজেপি, চাইছেন ৪ মন্ত্রণালয়

এই জন্য তারা যে-কোনও সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত।’ ডেপুটি কমিশনারের ভাস্তি তথা স্ত্রী বলছেন, ‘প্রেম করেছি কোনও অপরাধ নয়।’

স্বাধীনতা দিবসের আগের দিন বিহারের বেগুসারাই ডেপুটি কমিশনার শিবশক্তি কুমার খাগারিয়ার মন্দিরে ১০ বছরের ছোট ভাস্তি সেজল সিন্ধুকে বিয়ে করেন তিনি। তবে তাদের প্রেম এক বা দুবছরের নয়।

দীর্ঘ ১০ বছরের সম্পর্ক তাদের। এবং এই বিয়ে টিকিয়ে রাখার জন্য তারা যে-কোনও সমস্যার মুখোমুখি হতেও প্রস্তুত। সেজল জানিয়েছেন, ‘ আমরা একে অপরকে ভালবাসি। ওটা কোনও অপরাধ না।

আরও পড়ুনঃ  মাদারীপু‌রে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

২০১৫ সাল থেকে আমাদের সম্পর্ক রয়েছে। সেই সময় আমি বারাণসী হিন্দু স্কুলে পড়াশোনা করি। নিজের পোস্ট গ্র্যাজুয়েশনের পড়া শেষ করতে শিবও বারাণসীতে আসে। কখন আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করি জানি না।’

তিনি আরও বলেন, “কে কাকে ভালোবাসবে তা ব্যক্তিগত বিষয়। কেউ এই বিষয়ে নাক গলাতে পারে না। এই বিয়ের পরই পরিবার আমাদের উপর বিভিন্ন ভাবে চাপ তৈরি করছে।

আমার স্বামী কাজের ও বৈবাহিক জীবনের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা ভয় পাচ্ছি না।” সত্য়ি প্রেম বড় অদ্ভূত। কাঁঠালের আঠা একবার লাগলে তা আর ছাড়ে না!

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ