27 C
Dhaka
Friday, February 21, 2025

মিটারের ভেলকিবাজিতে বেকায়দায় সাধারণ মানুষ

নিম্নমানের বিদ্যুৎ সামগ্রী, ভোগান্তি, ভুতুড়ে বিল পল্লী বিদ্যুৎ গ্রাহকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রান্তিক অঞ্চলের গ্রাহকদের এই ক্ষোভ বছরের পর বছর ধরে।

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের সদর থেকে ২০ কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি গ্রাম। তথ্য রয়েছে, এই এলাকার দিনমজুর আব্দুল গফুর বাড়তি বিদ্যুৎ বিলের ফাঁদে পড়েছেন।

বিষয়টি প্রথমে চমকে দিয়েছিল আব্দুল গফুরকে। গেল কয়েক মাস ধরেই দিতে হচ্ছে এই বাড়তি বিল। নুন আনতে পানতা ফুরানো পরিবারটির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই মিটার।

আরও পড়ুনঃ  সেই ফোন কল ছিল বড় চমক: ইউনূস

মিটারের ভেলকিবাজিতে বেকায়দায় পড়া পরিবারটির হয়ে স্থানীয় পল্লী বিদ‍্যুতের মাঠ কর্মীকে ডেকে আনা হয়। সংযোগ বন্ধ থাকার পরও জ্বলছে লাল বাতি। মিটারের এমন রহস্যময় আচরণের কারণ কী?

তাৎক্ষণিক সমাধানের উপায় না দেখে মাঠ কর্মী মিটার খুলে নিলেন। কিন্তু এর রহস্য জানা দরকার।

বিস্তারিত দেখুন ভিডিওতে-

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ