24 C
Dhaka
Thursday, February 20, 2025

অস্ত্র জমা দেননি ইউপি চেয়ারম্যান, আতঙ্কিত এলাকাবাসী

সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে ১৭টি লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে ১৬টি জমা পড়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) অস্ত্র জমা দেয়ার ১০দিন পার হলেও অস্ত্র জমা দেননি উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো. মোশারেফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা।

এদিকে বিগত সরকারের পুরো সময়ে মোশারেফ চেয়ারম্যানের অস্ত্র নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়। তার বিরুদ্ধে পিস্তল নিয়ে উপজেলা পরিষদে প্রবেশ, অপর চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি এবং সাবেক সহকারী কমিশনার (ভূমি) কে মারধরের চেষ্টার অভিযোগ রয়েছে। ফলে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।

আরও পড়ুনঃ  যেখানে বেশি তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্বরাষ্ট্রণামন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী লাইসেন্সকৃত অস্ত্রটি জমা দেয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারেফ হোসেন এখনো তার হেফাজতে থাকা অস্ত্রটি জমা দিতে আসেননি।

অনেকবার বিভিন্ন লোক মারফতে এবং থানা পুলিশ তার বাড়ি গিয়ে বলে আসার পরেও তিনি অস্ত্র জমা দেননি। নিয়ম অনুসারে চেয়ারম্যান মোশারেফ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ