29 C
Dhaka
Thursday, February 20, 2025

বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান, প্রকাশ্যে ক্ষমা চাইলেন শিক্ষক

রাজবাড়ীতে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে পড়েছেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস। পরে প্রকাশ্যে তিনি সকলের কাছে ক্ষমা চান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে আয়োজিত শিক্ষকদের মানববন্ধন কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, আমি ভুলবশত বলে ফেলছি। এর জন্য উপস্থিত শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশও করেছি।

এর আগে, শিক্ষকদের ‘লাঞ্ছিতকারী’ সেসিপ কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় কর্মবিরতি অব্যাহত রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।

আরও পড়ুনঃ  জিয়া অরফানেজ ট্রাস্ট মাম*লায় খালেদা জিয়া খালাস

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জেল হোসেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব ইসলাম, আরাফাত আহমেদ, শওকত মৃধা, নুরতাজ তাজিয়া, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলামসহ অনেকে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ