24 C
Dhaka
Wednesday, February 19, 2025

শিবিরের সাথে ডিল করবেন কীভাবে? কিছু টিপস : পিনাকী

জনপ্রিয় লেখক ইউটিবার পিনাকী ভট্টাচার্য তার ফেইসবুক পেজে লেখা হুবাহুব তুলে ধরা হলো

তিনি বলেন শিবিরের সাথে ডিল করবেন কীভাবে? কিছু টিপস
এই টিপস আমার সাথে ডিল করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন।

শিবিরের সাথে কোন প্রেজুডিস নিয়ে মিশতে যাবেন না। দেখবেন ওরা আপনার মতোই চিন্তা করে, পড়শোনা আপনার মতোই ভ্যালুজ আপনার মতোই কোন কোন ক্ষেত্রে স্ট্রং যেমন নামাজের সময়ে সে নামাজ পড়তে যাবে, তারে আপনি মদ সিগারেট খাওয়াইতে পারবেন না ইত্যাদি আর কইলাম না।

শিবিরের বিরুদ্ধে সমাজে প্রেজুডিস উৎপাদন করা হইছে এবং হয়। এর সবগুলা মিথ্যা।

আরও পড়ুনঃ  আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত: যুক্তরাষ্ট্র

ওদের সাথে মায়া নিয়ে কথা বলবেন, শুনবে। ওদের সাথে সহজে ডিল করতে পারবেন। ওরা বিশ্বস্ত, একবার বুক দিলে পিঠ দিবেনা। ওরা বন্ধু হিসেবে দারুণ। পারিবারিক বন্ধু হিসেবেও অসাধারণ। টাকা পয়সার ব্যাপারে বিশ্বস্ত। কখনো আপনাকে ঠকাবে না।

যেই মুল্যবোধ আমি স্যেকুলার ঘরানায় পাই নাই। স্যেকুলার ঘরানা খুবই অবিশ্বস্ত। এতোটাই অবিশ্বস্ত যে আপনি যাকে বন্ধু ভাবছিলেন সেই আপনাকে মহাবিপদে ফেলায়ে দিতে একটুও দ্বিধা করবে না গ্লানিতে ভুগবে না। সে জাস্টিফাই করবে সে বিপ্লবের জন্য, সে প্রগতির জন্য এই কাজটা করছে।

আরও পড়ুনঃ  সারজিসের বিরুদ্ধে সমন্বয়ক মিতুর শ্লীলতাহানির অভিযোগ, জানা গেল ভিডিও সম্পর্কে

ওদের সাথে গাড়পেলি করতে যাবেন তো বুঝবেন ওদের চাইতে ঘাড়ত্যাড়া আর কেউ নাই। আপনি ওদের ভয় দেখায়ে কিচ্ছু করতে পারবেন না। ওদের আপনি হয়তো সাময়িক ভাবে হারায়ে দিতে পারবেন কিন্তু মনে রাইখেন ওরা প্রবল হয়ে ফিরে আসবে ওই পরাজয়ের বদলা নিতে।

এখন বুঝেন, ওদের সাথে কীভাবে ডিল করবেন। সমাজে শিবিরের বিষয়ে সকল ট্যাবুকে ধ্বংস করা আমাদের দায়িত্ব। ওদের হাতে হাত রাখেন ওদের রাজনীতি করতে হবেনা। ওদের সাথে আপনার ডিফারেন্স দেখার দরকার নাই। ওদের সাথে আপনার যেই কমন গ্রাউন্ড সেইটা নিয়া কাজ করেন, দেশ উপকৃত হবে। ওদের সাথে ঘাড় ত্যাড়ামো কইরেন না।মেহেরবানী করে। ওদের সাথে বেইনসাফি কইরেন না। ওদের সাথে অন্যায় কইরেন না। আপনি হারবেন। নিশ্চিত থাকতে পারেন। আমার কথা লিখে রাখতে পারেন।

আরও পড়ুনঃ  ছাত্রদের আন্দোলনের সব মামলা বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার হবে

ওরা ঠিক আমারই মতোন মানে ঘাড় ত্যাড়া টাইপটা শুধু অন্য ব্যাপারগুলা না 😀😀😀 তাই আমি বুঝি ওদের মাইন্ডসেট। গোপন কথা কইয়া দিলাম।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ