খাগড়াছড়িতে গুজব ছড়িয়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১ অক্টোবর) এ ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে….
আরও পড়ুনঃ মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতের বিজেপি নেতা এবং ব্রাহ্মণ কর্তৃক অবমাননাকর মন্তব্য ও কটূক্তির জন্য তাদের বিচারের দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বাগেরহাট কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বাগেরহাট কামিল মাদ্রাসার প্রভাষক (আইসিটি) মো. হুমায়ুন কবির, মো. রবিউল ইসলাম, মো. মিরাজুল ইসলাম, মো. ছিগবাতুল্লাহ, মো. মঈন উদ্দিন, মো. জসিম উদ্দিনসহ প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিকারী ভারতের বিজেপি নেতার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।