22 C
Dhaka
Thursday, February 20, 2025

ঢাবি শিবির নেতা মহিউদ্দিন অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সে সিজিপিএ-৪!

আজ বুধবার (২ অক্টোবর) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। তবে এরই মাঝে প্রকাশ পেয়েছে ঢাবি শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদকের নাম-পরিচয়।

তাঁর নাম মহিউদ্দিন খান।গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সংগঠনটির একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মহিউদ্দিন খান ঢাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের সেশনের ছাত্র। অনার্সে তাঁর সিজিপিএ ৩.৯৩। এককভাবে তিনি প্রথম শ্রেণিতে প্রথম। আর মাস্টার্সের প্রথম সেমিস্টারে সিজিপিএ-৪ এ চার পেয়েও প্রথম হন তিনি।

আরও পড়ুনঃ  লোকসভা ভোট: এখন পর্যন্ত এগিয়ে মোদির নেতৃত্বাধীন জোট

বর্তমানে তিনি মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়ন করছেন। তাঁর বাড়ি জয়পুরহাট জেলায়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী।

পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলে থাকতেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ