মুন্সিগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম শাহজাহান শেখ (৫৫)। তিনি উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন শাহজাহান। পরে রাতে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পরিত্যক্ত একটি পুকুর থেকে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুনঃ প্রতিটা শহিদ পরিবার থেকে কমপক্ষে একজনকে চাকরি দিতে হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, প্রতিটা শহিদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরির ব্যবস্থা করে। লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেয়া হয়। তারা যেন আজীবন করুণার পাত্র হয়ে না থাকে।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে জেলা গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়েত আমির বলেন, আমরা বলেছিলাম কারো প্রতি অবিচার করবো না, কোনো প্রতিশোধ নেবো না। সেটা আমরা করিনি। আমাদের ওপর গত ১৫ বছর যে অত্যাচার হয়েছে তা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম নির্যাতন। তারপরও আমাদের নেতাকর্মীরা ৫ আগস্টের পর কোথাও কারও ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে হামলা করেনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির খাইরুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, ঢাকা উত্তর অঞ্চল টিমের সদস্য আবুল হাসেম খান, মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক।