27 C
Dhaka
Saturday, October 18, 2025

ইরানে পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে ইসরায়েলের, দ্রুতই তা করা হবে: নেতানিয়াহু

গত সপ্তাহে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার প্রতিবাদে এবার ইরানেও পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েল

শনিবার (৫ অক্টোবর) তিনি বলেন, পাল্টা হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে এবং দ্রুতই এটি করা হবে। গতকাল তেল আবিবে অবস্থিত কিরিয়া সামরিক সদরদপ্তরে নেতানিয়াহু বলেন, বিশ্বের কোনো দেশই তার শহর এবং নাগরিকদের ওপর ইরানের এমন হামলা মেনে নেবে না। সুতরাং ইসরায়েলও নেবে না।

আরও পড়ুনঃ  ডিবির হারুনের সর্বশেষ অবস্থান নিয়ে যা জানা যাচ্ছে

গত মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলে ১৮০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলায় ইসরায়েলের বেশি কিছু স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়। যার মধ্যে রয়েছে- বিমানঘাঁটিও।

তবে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় কোনো বিমান এবং স্থানপনার গুরুতর ক্ষতি হয়নি। হামলার পরও ইসরায়েল বিমান বাহিনী তাদের কার্যক্রম পুরোদমে পরিচালনা করার সক্ষমতা রয়েছে।

ইসরায়েলের দাবি, ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার অধিকাংশ উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে। যদিও এ হামলা ১ কোটি ইসরায়েলিকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে কিছু বেসামরিক স্থাপনা ছাড়া বড় ধনের কোনো ক্ষতি হয়নি। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনার মধ্যে একটি স্কুলও রয়েছে।

আরও পড়ুনঃ  পিটিয়ে হত্যার আগে তরুণকে ভাত খেতে দিয়েছিল ঢাবি শিক্ষার্থীরা

শনিবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, ইরানের হামলার পাল্টা প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ