34 C
Dhaka
Saturday, October 18, 2025

জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না: ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম মহানগর জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলাম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বাংলার জমিনে জামায়াতই একমাত্র আল্লাহর দ্বিনের জন্য কাজ করে যাচ্ছে।

রোববার বিকেলে নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘ সাড়ে ১৫ বছর মজলুম ছিলাম। বাংলার জমিনে জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর দ্বিনের জন্য কাজ করে যাচ্ছে। ইসলামের প্রবেশদ্বার চট্টগ্রাম। আগামী দিনে আমরা যেন এই চট্টগ্রাম থেকে ইসলামী বিপ্লবের সূচনা করতে পারি সেজন্য প্রত্যেক সদস্যদের ভূমিকা পালন করতে হবে।’

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সমস্যা নেই, রিপাবলিকান দলেও বন্ধু আছে: ড. ইউনূস

নেতা কর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘বেশি বেশি আত্মসমালোচনা করতে হবে। আল্লাহর জন্য নিজেকে সোপর্দ করতে হবে। চিন্তা-চেতনা, আমল-আখলাক সবকিছুতে আল্লাহকে হাজির নাজির জানতে হবে। ইনসাফ অত্যন্ত কঠিন একটি বিষয়। জীবনের সবক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে দ্বিনের জন্য উৎসাহিত করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান বলেন, ফ্যাসিবাদ ও জুলুমের ধারা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আর কোনো ফ্যাসিবাদকে এই জমিনে মাথা ছাড়া দিতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  ‘ক্ষমতায় আসলে জোর করে কিছু চাপিয়ে দেবে না জামায়াতে ইসলামী’

ফ্যাসিবাদের ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমানসহ শীর্ষ নেতৃত্ববৃন্দকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেখানে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এই দেশের মানুষের মন জয় করেছে। এ জন্য আজ বাংলাদেশের মানুষ জামায়াতের নেতৃত্ব দেখার জন্য মুখিয়ে রয়েছে। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব না হলে বাংলাদেশের কোনো কল্যাণ হবে না। এ জন্য আল্লাহ ভীরু জীবন গঠনের মাধ্যমে দেশ ও জাতিকে নেতৃত্বদানের জন্য জামায়াতে ইসলামীর সদস্যদের (রুকন) জীবন গঠন করতে হবে।

আরও পড়ুনঃ  মালা খান বললেন সেই গোপন কক্ষ ‘গোপন’ ছিল না!

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরের আমীর শাহজাহান চৌধুরী বলেন, ‘আজ বাংলাদেশের ১৮ কোটি মানুষ আমাদের দিকে চেয়ে রয়েছে। গত ১৮ বছরে দুর্নীতি লুটপাট করে, ভূমি দখল থেকে শুরু করে নৈরাজ্যের মাধ্যমে বাংলাদেশকে যে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই অবস্থান থেকে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে, শুধু দুইটা পরিবার থেকে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে পারলে ৩ বছরের বাজেট হয়ে যাবে।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ