27.5 C
Dhaka
Thursday, August 7, 2025

রাসেলস ভাইপার ছোবল দেয়ার পর যা ঘটল তা সর্ম্পূণ অপ্রত্যাশিত

বিশ্বের বিষধর সাপের মধ্যে অন্যতম রাসেলস ভাইপার এক ব্যক্তিকে ছোবল দেয়। এরপর ভারতের বিহারের ভাগলপুরে যা ঘটল তা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।

প্রকাশ মণ্ডল নামের ঐ ব্যক্তি বিষধর সাপটির মুখ এক হাতে চেপে ধরে, সেটিকে গলায় পেঁচিয়ে হাসপাতালের দিকে যেতে থাকেন। ধুতি পরা এই ব্যক্তিকে সাপ নিয়ে হাসপাতালে এসে জরুরি চিকিৎসার জন্য আবেদন করতে দেখে চিকিৎসক-নার্স, রোগী এবং তাদের স্বজনরে হতবাক হয়ে যান। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।

হাসপাতালের ভেতরে এই অদ্ভুত কাণ্ড দেখে কেউ কেউ তা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করতে থাকেন। রোগীদের স্বজনরা সেই ব্যক্তির থেকে দূরে দাঁড়িয়ে ছিলেন এই ভয়ে যে যদি সাপটি তার হাত থেকে ছুটে যায়, তাহলে যে কোনো কিছু বড় বিপদ ফের ঘটতে পারে। এক ব্যক্তি প্রকাশের হাত ধরে তাকে আলাদা জায়গায় নিয়ে যাচ্ছিলেন, যাতে হাসপাতালের সবার নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আরও পড়ুনঃ  বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ওই ব্যক্তির পরবর্তী পদক্ষেপটি আরও অবাক করার মতো ছিল। তিনি মেঝেতে শুয়ে পড়েন এবং ডান হাতে শক্ত করে রাসেলস ভাইপারটিকে ধরে রাখেন। খবর এনডিটিভির।

আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রকাশ স্ট্রেচারে শুয়ে আছেন, এবং তার হাতে এখনও সাপটি রয়েছে। তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন, তবে নিশ্চিত করছিলেন যে সাপটি তার হাতেই রয়েছে। চিকিৎসক বলেছিলেন, সাপটি না ছাড়লে তাকে চিকিৎসা দেয়া কঠিন হবে। অবশেষে তিনি সাপটি ছেড়ে দেন। তার সবশেষ অবস্থা এখনও জানা যায়নি। তবে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসাকে পাঠানো হলো সিঙ্গাপুর

রাসেলস ভাইপার অত্যন্ত বিষধর সাপ যা ভাইপারিডে পরিবারের অন্তর্গত এবং মাটিতে বসবাস করে। এটি ভারত থেকে শুরু করে তাইওয়ান ও জাভা পর্যন্ত বিস্তৃত, এবং সাধারণত খোলা জায়গায় পাওয়া যায়। সাপটির অবস্থানরত অঞ্চলে সাপের কামড়ে মৃত্যু একটি প্রধান কারণ, কারণ এটি প্রায়ই কৃষিজমিতে বাস করে, যেখানে মানুষের সংস্পর্শে চলে আসে সাপটি।

এই সাপগুলো ভাগলপুর এলাকায় প্রায়ই দেখা যায়, কখনও কারো বাড়িতে বা কখনও কোনো হোস্টেলে। গত কয়েক বছরে কয়েক’শ রাসেলস ভাইপার উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ