24 C
Dhaka
Thursday, February 20, 2025

গণঅভ্যুত্থান বিরোধী চক্রান্ত করার সুযোগ রাষ্ট্রপতিকে দেওয়া হবে না

খুনি হাসিনার অন্যতম দোসর অবৈধ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির চেয়ারে বসে গণঅভ্যুত্থান বিরোধী চক্রান্ত করার কোনো সুযোগ তাকে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় শত্রু চিহ্নিত করে ফেলেছে। এদেশের চিহ্নিত জাতীয় শত্রু হচ্ছে ভারত ও তার তাঁবেদার আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ১৪ দল ও জাতীয় পার্টি।

মঙ্গলবার (২২ অক্টোবর) অবৈধ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এবি যুবপার্টি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

আরও পড়ুনঃ  সাড়ে ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে হাসপাতালে নেয়ার আগেই

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে। গণঅভ্যুত্থানে গণভবন ছেড়ে পালিয়েছে আওয়ামী ফ্যাসিবাদের আইডল শেখ হাসিনা। এখন এই অবৈধ রাষ্ট্রপতি পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র খুঁজছেন। তার সব মন্তব্য ও প্রচেষ্টা পতিত ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসরদের রক্ষা ও পুনর্বাসন করা।

আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, চিহ্নিত জাতীয় শত্রুদের কেউ পুনর্বাসন করার দুঃসাহস দেখালে শহীদ আবু সাঈদ, মুগ্ধর অনুসারীরা আবার জীবন দেবে রক্ত দেবে, কিন্তু তাদের পুনর্বাসনের কোনো সুযোগ দেবে না। জনগণ কীভাবে দেশকে, স্বাধীনতাকে রক্ষা করতে হয় তা জীবন দিয়ে শিখে ফেলেছে। এই দেশ নিয়ে আর কাউকে চক্রান্ত করার সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  মামির জানাজা শেষে খুন হলেন শীর্ষ সন্ত্রাসী মনু

সভাপতির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, স্বৈরাচার ও খুনির দোসর সাহাবুদ্দিনকে আমরা আর এক মিনিটও বঙ্গভবনে দেখতে চাই না। শহীদের রক্তের দাগ না শুকাতেই যারা চক্রান্ত শুরু করেছে তাদের চেয়ারে বসে আরাম আয়েশ করার সুযোগ নেই। তার স্থান কারাগার।

বিশেষ অতিথির বক্তব্যে এবিএম খালিদ হাসান বলেন, দেশের মানুষ যখন শহীদদের লাশ এখনো কবর দিচ্ছে, এরমধ্যেই গণদুশমন আওয়ামী লীগ নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা এই সাহস পাচ্ছে খুনি হাসিনার দোসর এই অবৈধ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কারণে। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুনঃ  পাকিস্তানে বিলুপ্ত হচ্ছে পাঁচ মন্ত্রণালয়ের ২৮ বিভাগ, বাদ হবে দেড় লাখ পদ

এবি যুবপার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, আব্দুল বাসেত মারজান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

এসময় আরো বক্তব্য রাখেন এবি যুবপার্টির প্রচার সম্পাদক তোফাজ্জেল হোসেন রমিজ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ আযাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ