26 C
Dhaka
Sunday, October 19, 2025

প্রজাতন্ত্র ঘোষণাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ দফা

রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান সংশোধন, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

একইসঙ্গে অবিলম্বে এসব দাবি মেনে নেওয়া না হলে শিগগিরই রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দফার বিষয়ে হাসনাত বলেন, অবিলম্বে ’৭২ এর সংবিধানকে বাতিল করতে হবে এবং সেই সংবিধানের জায়গায় ’২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষ থেকে নতুন সংবিধান লিখতে হবে;

আরও পড়ুনঃ  সেই ফোন কল ছিল বড় চমক: ইউনূস

এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আজীবন নিষিদ্ধ করতে হবে; রাষ্ট্রপতিকে এ সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে, এ সপ্তাহের মধ্যে প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ