29 C
Dhaka
Thursday, February 20, 2025

‘আলোচনা নয়, আমি অ্যাকশন পছন্দ করি’

ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস বলেছেন, আমি আলোচনা পছন্দ করি না৷ আমি অ্যাকশনে বিশ্বাসী। অনেক সময় দেশের বিভিন্ন সমস্যা সমাধান করে দিয়েছি।

মঙ্গলবার রাত ১০টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ মাহতাব নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে এ কথা বলেন।

আসিফ মাহতাব বলেন, ‘আপনারা অনেকেই প্রায় প্রতিদিনই আমাকে বিভিন্ন কনফারেন্স এবং আলোচনায় ডাকছেন। আমি এতে কৃতজ্ঞ। কিন্তু তার বেশিরভাগের মধ্যেই আমি যেতে পারছি না আমার শারীরিক প্রতিবন্ধকতার কারণে।

আমি আগের থেকে বেশি অসুস্থ, সেইটার জন্য বাসায় ফিজিওথেরাপি করছি। আস্তে আস্তে রিকভার করছি। ইউনিভার্সিটি চাকরি আমার জন্য সুবিধাজনক ছিল কেননা বেশি ট্রাভেল করা লাগতো না। ইচ্ছামতো বসা কিংবা উঠে দাঁড়াতে পারতাম।’

আরও পড়ুনঃ  যে বিষয় গুরুত্ব দিচ্ছে বিএনপি জামায়াত

তিনি বলেন, ‘আমি আলোচনা কেন্দ্রিক লোক না। আমি আলোচনা করতে পছন্দ করি না। আমি অ্যাকশন পছন্দ করি এবং সারা জীবন সল্যুশন কেন্দ্রিক ছিলাম। আমি বিভিন্ন সময় দেশের বিভিন্ন সমস্যার সল্যুশন করে দিয়েছি।’

তরুণ প্রজন্মের জনপ্রিয় এই শিক্ষক জানান, ‘আমি হয় রাজপথে বক্তব্য দেই নয় ক্লাসরুমে। প্রয়োজনের বাইরে আমি বেশি কোথা বলতে পছন্দ করি না, লিখিও না। আমি কনটেন্ট ক্রিয়েটর না যে আমার জীবিকা কনটেন্টের ওপর নির্ভর করে।’

ব্র‍্যাকের সাবেক এই শিক্ষক আরও বলেন, ‘অনেকে আছে ফুটেজ চায়, চায় মানুষ তাকে দেখুক। ঐরকম লোভ আমার নেই। অনেক আগে থেকেই অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলেছি। আন্তর্জাতিক ইন্টারভিউ দিয়েছি।

আরও পড়ুনঃ  পরিচয় গোপন করে দেশ ছাড়ছিলেন নিপুন, আটক বিমান*বন্দরে

এছাড়া মারাই তো যাবো। মানুষ চিনলে, না চিনলে কিছুই যায় আসে না। পাঁচ হাজার বছর পর আপনি যত বড় নেতাই হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ছাড়া কেউ মনে রাখবে না।’

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আপনারা অনেকে অনেক কষ্ট পান যখন আমি আপনাদের মাঝে না আসি। এতে আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু আমার স্বাস্থ্য এবং বিষয় কেন্দ্রিক বিশেষজ্ঞতার অভাবে আপনাদের অনেককেই না করে দিতে হচ্ছে।

কষ্ট পাবেন না। আল্লাহ সবাইকে সব যোগ্যতা দেননি। আমি বক্তা না। বাংলাদেশে প্রচুর বক্তা আছে, যারা ভালো বলতে পারেন। তাদের বক্তব্য থেকে আমিও উপকৃত হয়েছি এবং হচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বক্তা নই।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ