ফ্যাসিবাদ সরকারের রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলনে যেসব রাজনৈতিক দল আসবে না তাদেরকে ‘ত্যাগ’ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট রিজিমের কোনো অংশ আমরা বাংলাদেশে বিরাজমান দেখতে চাই না। এ ফয়সালা রাজনৈতিকভাবে করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাবো আপনারা বাংলাদেশকে রক্ষার জন্য কোনো হঠকারী সিদ্ধান্ত নিবেন না।
জাতীয় ঐক্যের জন্য হাসিনা ফ্যাসিস্ট রিজিমের অংশ চুপ্পুকে অপসারণের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাছির উদ্দিন।
‘দেশবাসীর কাছে আমাদের আহ্বান, কোনো রাজনৈতিক দল যদি ফ্যাসিস্ট রিজিমের অংশ চুপ্পুকে সরানোর আন্দোলনে না আসে আমরা তাদেরকে ত্যাগ করব। জনগণের ঐক্যবদ্ধ শক্তি যারা ৫ তারিখে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলো তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবারো ঐক্যবদ্ধ হব।’
নাগরিক প্ল্যাটফর্মের এই আরও নেতা বলেন, ‘আমরা চাই না ৭২’র পচা গলা সংবিধান বাংলাদেশে বিরাজমান থাকুক। আমাদের যতো সংকট তার মূলে ৭২’র সংবিধান।’