26 C
Dhaka
Sunday, October 19, 2025

গানে আ.লীগের গুণগান, আটক ৫

কারাতে প্রশিক্ষণ সেমিনারে বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে গান বাজানোর অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনার থেকে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি শুক্রবার যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, উদ্বোধনের পর খেলা শুরুর আগে নাচের সঙ্গে সাউন্ডবক্সে যশোরের থিম সং বাজানো হচ্ছিল। ওই সংগীত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কথিত উন্নয়নের ফিরিস্তি নিয়ে রচিত। আমার কাছে মনে হয়েছে, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। সে কারণে পুলিশ ডেকে আয়োজকদের ধরিয়ে দিয়েছি।

আরও পড়ুনঃ  এবার হিরো আলমকে নিয়ে স্ত্রী রিয়ার বিস্ফোরক মন্তব্য

আটকরা হলেন- রফিকুল ইসলাম, রওশন আরা রাশু, ইমরান হাসান টুটুল, অর্চনা বিশ্বাস ইভা এবং হুমায়ুন কবীর। অর্চনা যশোরের মুজিব সড়কে অবস্থিত ‘জয়তী সোসাইটি’ নামের একটি সংস্থার পরিচালক। নারী অধিকার সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত সরকারের আমলে (২০২১) তাকে রোকেয়া পুরস্কার দেওয়া হয়।

রাশু শেকড় নামের একটি সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার কর্মচারী। আর টুটুল সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সম্পাদিত স্থানীয় দৈনিক স্পন্দনের ফটোগ্রাফার। অন্য দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  এবার আরেক দেশে সর্বা*ত্মক হাম*লার প্রস্তুতি নিচ্ছে ইস*রায়েল

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, জেলা প্রশাসকের নির্দেশে পাঁচজনকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ