28.3 C
Dhaka
Monday, August 11, 2025

মার্কিন সেনাবাহিনীর গুদামে রহস্যজনক আগুন, দাউ দাউ করে জ্বলছে

দাউ দাউ করে জ্বলছে মার্কিন সেনাবাহিনীর একটি গুদাম। আর সেই আগুন নেভাতে কাজ করছে একদল দমকল কর্মী।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার বুসানে। গুদামে আগুনের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাাজক যোগাযোগ মাধ্যমে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে হাজির হয়েছে দমকল বাহিনী। তারা পানির পাইপ ও বিশেষ যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় পুলিশ কর্মকর্তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বুসানের ডং-গু’র বোয়েমিল-ডংয়ে মার্কিন সেনাবাহিনীর ৫৫তম সাপ্লাই ডিপোতে এই অগ্নিকাণ্ড ঘটে। এরপরই সেখানে তড়িঘড়ি ছুটে যায় স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা।

আরও পড়ুনঃ  শিবিরকে দাওয়াত না দেওয়ার কারণ জানাল ছাত্রদল

তবে ঠিক কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। এই ডিপো থেকেই ওই অঞ্চলে থাকা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য সহায়তা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ